২২ তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন আজ

Looks like you've blocked notifications!

১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলছে পাঁচ দশকেরও বেশি সময় ধরে। এ বছর  অনুষ্ঠিত হচ্ছে এ উৎসবের ২২তম আসর। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে  ২৮ জানুয়ারি পর্যন্ত।শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, অলিয়স ফ্রঁসেস দে ঢাকা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে দেখা যাবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো।

রেইনবো ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে ১০টি ভিন্ন ভিন্ন বিভাগে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এ উৎসবে। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি; বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

শুক্রবার পর্যন্ত উৎসবের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, আসন সংখ্যা সীমিত থাকায় যে আগে আসবেন সুযোগটি তিনিই নিতে পারবেন।

বিভিন্ন দেশ ও ভাষার চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ প্যানারোমায় এ বছর থাকছে মোট ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ‘মুজিব’ ছাড়াও রয়েছে বাড়ির নাম শাহানা, নোনা পানি, মনলোক, মুন্তাসির, আজব ছেলে, ইতি চিত্রা, জাস্ট অ্যা জোক ডার্লিং,লীলাবতি নাগ, মেঘের কপাট, সাবিত্রী এবং ইছামতি।

প্রতিদিন সকাল ১০:৩০, দুপুর ১:০০ টা, বিকাল ৩:০০ টা, বিকাল ৫:০০ টা, সন্ধ্যা ৭:০০ টায় দেখানো হবে সিনেমাগুলো। তবে শুক্রবার সিনেমা দেখানো আরম্ভ হবে বিকাল ৩:০০ টা থেকে। এবং শেষ সিনেমা সন্ধ্যা ৭:০০ টায়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উৎসবের অন্যতম ভেন্যু অলিয়ঁস ফ্রসেজে দেখা যাবে ‘চালচিত্র এখন’ এর প্রথম শো। এবং ২৬ জানুয়ারি বিকেল ৫টায় উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমার দ্বিতীয় শো দেখতে পারবেন দর্শকরা।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, ২৬ জানুয়ারি ‘চালচিত্র এখন’ এর শো’তে দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করবেন অঞ্জন দত্ত নিজে। যার পরিচালক তিনি নিজেই। অন্যান্য সিনেমার পরিচালকদের মতো তিনিও সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এবং উত্তর দিবেন দর্শকদের করা নানা প্রশ্নেরও।

এরপর জাতীয় যাদুঘরের ভেন্যুতে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬:৪৫ এ আয়োজন করা হবে অঞ্জন দত্তের সাথে সংগীত সন্ধ্যার। যা শুধুমাত্র রেজিষ্ট্রেশন করা অতিথিরাই উপভোগ করতে পারবেন। রবিবার (২৮ জানুয়ারি) 'সেরা চলচ্চিত্র পুরস্কার' প্রদানের মাধ্যমে পর্দা নামবে এবারের চলচ্চিত্র উৎসবের।