ফরিদপুরে জসীম পল্লী মেলা উদ্বোধন বিকেলে

Looks like you've blocked notifications!
ফরিদপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা। ছবি : এনটিভি

ফরিদপুরে আজ থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ও কবির ছোট জামাতা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। কুমার নদপারে ফরিদপুর শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির বাড়ির আঙিনায় এ আয়োজন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন। প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে পরিবেশিত হবে পল্লীকবি রচিত গান, গীতিনাট্যসহ লোকসংস্কৃতি। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ বৈচিত্র্যময় নানান আয়োজন।

ইতোমধ্যে স্টল তৈরির কাজসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। মেলার ২০০টি স্টলে গ্রামীণ সংস্কৃতির নানা উপাদানের পাশাপাশি থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী। বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ শিশুদের উপযোগী বিভিন্ন রাইড।

জসীম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, মেলায় গ্রামীণ সংস্কৃতির নানা আয়োজনসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর স্টল থাকছে। আশপাশের ১৫টি জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে এসেছেন। বিগত বছরগুলোর তুলনায় এবারের আয়োজন আরও ভালো হবে। মেলায় বিপুল মানুষের সমাগম হতে পারে। তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ আয়োজন সফল করতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে।

কামরুল আহসান তালুকদার জানান, সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি কবির জন্মদিনে এ মেলা আয়োজন করা হয়। এবার নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। আগামী বছর থেকে কবির জন্মদিনে মাসব্যাপী মেলার আয়োজন করা হবে।

১৯৮৮ সাল থেকে জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ১ জানুয়ারি পল্লী কবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলার ব্যাপ্তিকাল প্রথমে তিন দিন ছিল। পরে মানুষের ব্যাপক উৎসাহ, আগ্রহে পর্যায়ক্রমে সময় বাড়ানো হয়।