তারকার বই

ভাবনার ‘কাজের মেয়ে’ আসছে বইমেলায়

Looks like you've blocked notifications!
আশনা হাবিব ভাবনার বইয়ের প্রচ্ছদ ও ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

নানামুখী প্রতিভায় ভাসছেন শিল্পী আশনা হাবিব ভাবনা। খুব ছেলেবেলায়, যখন তিনি স্কুলে যাননি তখন থেকে নাচে ও বিজ্ঞানপনচিত্রে অভিনয়ে হয় তার হাতেখড়ি। লেখালেখিও করেন শৈশব থেকেই। অমর একুশে বইমেলায় নিয়মিতই দেখা মেলে তার লেখা উপন্যাস ও কবিতার বইয়ের। ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ মেলার মাঠে বেশ সাড়া ফেলেছিল। ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’ও ছিল বেশ আলোচনায়। আর এবার মেলায় আসছে তার লেখা নতুন বই ‘কাজের মেয়ে।’ যদিও গত বছরও একই নামে একটি বই আসবে বলে চাউর হয়েছিল। 

‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকা নিজেই তার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমার নতুন উপন্যাস ‘কাজের মেয়ে’ আসছে বইমেলায় মিজান পাবলিশার্স থেকে।’

‘কাজের মেয়ে’ বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। আর এবারের সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মাঠে সাত নম্বর প্যাভেলিয়ানে আছে মিজান পাবলিশার্স। আজ সেখানে ছিলেন না ভাবনা। মেলার দ্বিতীয় দিন মাঠে ভিড় থাকলেও দোকানগুলোতে সেই তুলনায় বেচাবিক্রিও ছিল না। সাত নম্বর প্যাভিলিয়নও তার ব্যতিক্রম নয়।

আশনা হাবিব ভাবনা তার বইয়ের পাঠক, ক্রেতাদের উদ্দেশে বলেছেন, ‘কবে থেকে আমি মেলায় থাকব, আপনাদের জানিয়ে দেব। কাজের মেয়ে আমার ছয় নম্বর বই। পাঠকদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। একটু একটু করে আমার পাঠক তৈরি হচ্ছে, আর আমি আমার কথাগুলো বলে যেতে চাই। শুধু তাই এই লিখে যাওয়া। প্রতিবার যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি, জানি এবারও পাব।’