বইয়ের খবর

গ্রন্থ তালিকায় যুক্ত হলো আরও ৭৪ বই

Looks like you've blocked notifications!

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। গতকাল শুক্রবারের (২ ফেব্রুয়ারি) তুলনায় আজ নতুন বইয়ের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এদিন বইয়ের তালিকায় যুক্ত হয়েছে ৭৪টি। এর মধ্যে বেশি উপন্যাস। এরপরই অবস্থান কবিতার।

বাংলা একাডেমি সূত্র বলছে, আজ শনিবার নতুন বইয়ের মধ্যে ২০টি উপন্যাস, ২১টি কবিতা, তিনটি জীবনী, চারটি ভ্রমণকাহিনি, দুটি ইতিহাস, পাঁচটি অনুবাদ, একটি মুক্তিযুদ্ধবিষয়ক বই রয়েছে। সব মিলিয়ে তৃতীয় দিনে ৭৪টি নতুন বই এসেছে মেলায়।

বইমেলার মূলমঞ্চে বিকেল ৪টায় মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিকউল্লাহ খান। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন খসরু পারভেজ ও হোসনে আরা।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী, লালন গবেষক আবু ইসহাক হোসেন এবং কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নাসির আহমেদ, তারিক সুজাত, শাহনাজ মুন্নী ও নাহার মনিকা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মিলন কান্তি দে, শাহাদাৎ হোসেন নিপু ও আফরোজা কণা।

এ ছাড়া ছিল ঝর্ণা আলমগীরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি শিল্পীগোষ্ঠী’ এবং লক্ষ্মীকান্ত হাওলাদারের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শেখ রাসেল ললিতকলা একাডেমি’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাজেদ আকবর, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা, অনুরাধা ম-ল, মুহা. আব্দুর রশীদ, সঞ্চিতা রাখি ও পাপড়ি বড়–য়া। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার  (তবলা), দেবা পাল (কী-বোর্ড), নাজমুল আলম খান (মন্দিরা) এবং অসিত বিশ্বাস (এসরাজ)। 

আগামীকাল ৪ ফেব্রুয়ারি রোববার অমর একুশে বইমেলার চুতর্থ দিনে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ’স্মরণ : কাঙাল হরিনাথ মজুমদার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন তপন মজুমদার। আলোচনায় থাকবেন জাফর ওয়াজেদ এবং আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুনতাসীর মামুন।