বইমেলায় আলোচিত মুশতাক-তিশার বই ‘তিশার ভালোবাসা’

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলায় গতকাল সপ্তম দিনে প্রধান আকর্ষণ ছিল আলোচিত কলেজছাত্রী তিশাকে বিয়ে করে আলোচনায় আসা কিং মুশতাকের লেখা ‘তিশার ভালোবাসা’ বইটি নিয়ে। 

গতকার বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। উপচে পড়া ভিড় দেখা গেলেও মিজান পাবলিশার্সের এক বিক্রয়কর্মী জানিয়েছেন, সবাই ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে দেখলেও কিনছে কম। মূলত এই ভিড় ছিল মুশতাক ও তিশাকে ঘিরে।

তিশার সঙ্গে মুশতাকের প্রেমকাহিনী অনেকেরই এখন জানা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন খন্দকার মুশতাক আহমেদ এবং ওই কলেজের শিক্ষার্থী ছিল সিনথিয়া ইসলাম তিশা।

ভালোবেসে একে অপরকে বিয়ে করেন মোশতাক ও তিশা। বিয়ের খবর দ্রুত গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তারা ভাইরাল হয়।

পাঠকদের উদ্দেশে তিশা বলেন, মেলায় ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা এন্ড মুশতাক’ নামক দুটি বই এসেছে। ‘তিশার ভালোবাসা’ বইটি একটি উপন্যাস। ‘তিশা এন্ড মুশতাক’ বইটি আমাদের ভালোবাসা ঘিরে। এই বইটি পড়লে জানতে পারবেন আমাদের কিভাবে এত দূর আসা।