এশিয়াটিক সোসাইটিতে চিত্রশিল্পী বাপ্পীর চাইনিজ পেইন্টিং কর্মশালা
আগামী ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তে চিত্রশিল্পী মোঃ নাজমুল হক বাপ্পীর পরিচালনায় দেশের সর্ব বৃহৎ চাইনিজ পেইন্টিং কর্মশালা শুরু হতে যাচ্ছে।
এই কর্মশালা পরিচালনা করবেন চিত্রশিল্পী ও নিমাতা নাজমুল হক বাপ্পী।
চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বি এফ.এ এবং এম.এফ.এ থেকে প্রথম শ্রেণিতে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চীন সরকারের বৃত্তি নিয়ে চাইনিজ পেইন্টিং এর উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ড্রয়িং আ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চিত্রশিল্পের বিভিন্ন মাধ্যমে বাপ্পী জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেন।
চাইনিজ পেইন্টিং এই কর্মশালাটির বিষয়ে নাজমুল হক বাপ্পী বলেন,বাংলাদেশে চাইনিজ পেইন্টিং এর চর্চা নেই বললেই চলে। অনেক প্রাচীন যাদুময়ী ব্রাশিং শিল্পনৈপুন্য পরিপূর্ণ এই চাইনিজ পেইন্টিং বিষয়ে কর্মশালাটি চারুকলার ছাত্র-ছাত্রী এবং শিল্পীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিল্পীরা বিশেষ উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।
কর্মশালায় অংশগ্রহণ করা শিল্পীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম তিন জনকে পুরস্কৃত করা হবে। অংশগ্রহণকারী সব শিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হবে।