কবি ডালিয়া চৌধুরীর কবিতায় চারুকণ্ঠের ‘বিনম্র রোদের ছায়া’

Looks like you've blocked notifications!

চারুকণ্ঠ আবৃত্তি সংসদ প্রায় একযুগ ধরে নিয়মিত আয়োজন করে ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘বিনম্র রোদের ছায়া’। কবি ডালিয়া চৌধুরীর কবিতা নিয়ে ৩৫তম এই পর্বের আয়োজন করা হয় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চমতলার সেমিনারকক্ষে। দলীয় আবৃত্তি, একক আবৃত্তি ও আলোচনা এই তিনটি পর্বে অনুষ্ঠানটি সাজানো হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, কবি ওবায়েদ আকাশ ও এ কে এম মনির চৌধুরী। ভাষার মাসের অনুষ্ঠান হওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় আবৃত্তি পরিবেশন করে আয়োজক সংগঠক চারুকণ্ঠ আবৃত্তি সংসদ ও কিংবদন্তী আবৃত্তি পরিষদ। এছাড়াও রিভারডেল স্কুলের দুই শিশুশিল্পী জুনায়রা জাবী ছড়া পাঠ ও মুনিবুর রহমান মাজ আবৃত্তি পরিবেশন করে।

কবি ডালিয়া চৌধুরীর কবিতা থেকে আবৃত্তি করেন চারুকণ্ঠের আনোয়ার পারভেজ, মোফাজ্জেল হোসেন সবুজ, পদ্মাবতী দেবী, সাফিন মুরাদ, ফারজানা রোজী ও জি এম মোরশেদ। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ছিলেন জেবুন নেসা খানম জীবন, আয়াত আলী, শহীদুল ইসলা নাজু, মুনমুন খান, অনন্যা লাবণী পুতুল, জেসমিন বন্যা, শিখা সেনগুপ্তা, নাসিমা খান বকুল ও এ কে এম শামসুদ্দোহা।

আবৃত্তির মাঝে কবি ডালিয়া চৌধুরীর কবিতা নিয়ে আলোচনায় কবি ওবায়েদ আকাশ বলেন, কবি ডালিয়া চৌধুরীর কবিতার সঙ্গে আমার পরিচয় প্রায় এক যুগ ধরে। তার কবিতার শব্দচয়ন, উপমা ও অলঙ্কার ব্যবহারের স্বাতন্ত্র ও সাবলীলতা আমাকে মুগ্ধ করে। তিনি কবিতাচর্চা অব্যাহত রাখলে পাঠক তাকে খুঁজে নেবে বলে আমার বিশ্বাস।

সবশেষে চারুকণ্ঠের সহসভাপতি আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনাপর্বের শুরুতে কবিকে উত্তরীয় পরিয়ে দেন চারুকণ্ঠের সহসাধারণ সম্পাদক ফারজানা রোজী ও অতিথি রফিকুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দেন অর্থ সম্পাদক সাফিন মুরাদ।

উল্লেখ্য, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম এ বছর গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পাওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চারুকণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

অতিথি এ কে এম মনির চৌধুরী এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য চারুকণ্ঠকে ধন্যবাদ জানান এবং প্রায় দুই যুগ ধরে কবি ডালিয়া চৌধুরীর কবিতার প্রথম পাঠক হওয়ার অনুভূতি ব্যক্ত করেন।

অতিথি ও আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম আবৃত্তি ও কবির কবিতার নানা বিষয়ে আলোচনা শেষে কবির একটি কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারুকণ্ঠের নির্বাহী সদস্য জিএম মোরশেদ ও সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী।