গতবারের তুলনায় বই বেড়েছে মাত্র ২১টি
গতবারের তুলনায় এবারের অমর একুশে বইমেলায় বই প্রকাশের সংখ্যা বেড়েছে মাত্র ২১টি। অমর একুশে বইমেলা-২০২৪-এর সদস্যসচিব ডা. কে এম মুজাহিদুল ইসলামের পক্ষে একাডেমির প্রশাসন উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজের দেওয়া তথ্য বলছে এ কথা। আজ শনিবার (২ মার্চ) সমাপনী অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন।
সাহেদ মন্তাজ বলেন, ২ মার্চ পর্যন্ত এবারে বইমেলাতে তিন হাজার ৭৫১টি নতুন বই এসেছে, গতবার সেটি ছিল তিন হাজার ৭৩০টি। তিনি আরও বলেন, এবারে বইমেলায় ২ মার্চ পর্যন্ত এবং গত ১ মার্চ বিক্রেতাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী যুক্ত করলে সেটি ৬০ কোটি টাকা দাঁড়াবে। এ ছাড়া মেলার স্থাপিত আর্চওয়ে হয়ে প্রায় ৬০ লাখ মানুষ মেলাতে প্রবেশ করেছেন।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, বিকাশের প্রধান মার্কেটিং নওবত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অমর একুশে বইমেলা ২০২৪ এ সবচেয়ে বেশি সংখ্যক গুণগত মানের বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছে কথাপ্রকাশ। এ ছাড়া প্রথমা, ঐতিহ্য ও জার্নিম্যান মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে। সেরা শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য পুরস্কার পেয়েছে ময়ূরপঙ্খি। সংশ্লিষ্টদের বাংলা একাডেমি স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয়।