তারেক মাহমুদ স্মরণে লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের স্মরণসভা

Looks like you've blocked notifications!
তারেক মাহমুদ স্মরণে লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের স্মরণসভা। ছবি : সংগৃহীত

কবি ও লিটলম্যাগাজিন ‘পথিক’সম্পাদক তারেক মাহমুদ ও বেইলি রোডে নিহতদের স্মরণে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। গতকাল শনিবার (২ মার্চ) অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগাজিন চত্বরে বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণ সভায় বক্তব্য দেন ভাস্কর রাশা, বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের আহ্বায়ক কবি শিহাব শাহরিয়ার, বাংলাদেশ লিটলম্যাগাজিন সম্পাদক পরিষদের সদস্য সচিব কবি ওবায়েদ আকাশ, কবি আবির বাঙালি, কবি ইসমত শিল্পী ও অভিনেতা আশরাফ কবির। সভা পরিচালনা করেন লিটলম্যাগাজিন নোঙর সম্পাদক শামস সুমন।

বক্তারা বলেন, তারুণ্যে ভরপুর কবি তারেক মাহমুদ ছোটকাগজ সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপন নির্মাণ, কবিতা চর্চাসহ নানা ধরনের কাজ ব্যস্ত জীবন ছিল তার। কিন্তু হঠাৎ করেই অকালমৃত্যু সকলকে মর্মাহত করেছে।

এসময় তার সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে একটা স্মারকগ্রন্থ করার কথাও বক্তারা বলেন। বক্তারা আরও বলেন, বেইলি রোডে আগুনে পুড়ে এতো মানুষের অকালমৃত্যু কিছুতেই কাম্য নয়, সংশ্লিষ্টরা এই দায় এড়াতে পারে না। তারা বোঝে না, যাদের যায় তারাই বোঝে। ভবিষ্যতে যাতে এভাবে আর কোনো প্রাণ না যায়, সেদিকে সংশ্লিষ্ট সকলের নজর রাখার আহ্বান জানান।