নানা আয়োজনে ঢাকা পদাতিকের ৪৪তম বর্ষপূর্তি উদযাপন

Looks like you've blocked notifications!

বাংলাদেশে নবনাট্যান্দোলনের অন্যতম সহযোগী ঢাকা পদাতিক দলটির ৪৪তম বর্ষপূর্তি পালন করেছে। দিনটিতে নাট্য প্রদর্শনী, আলোচনা এবং ঢাকা পদাতিক প্রবর্তিত আবুল কাসেম দুলাল ও গাজী জাকির হোসেন স্মৃতিপদক প্রদান করা জয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল হোসেন। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, অভিনেতা ও নাট্যনির্দেশক নাদের চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ্ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নাট্যজন চন্দন রেজা। সভাপতিত্ব করেন দলের সভাপতি মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম নান্টু।

নাটকের প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদানের মাধ্যমে সাজানো হয় ঢাকা পদাতিক প্রবর্তিত আবুল কাশেম দুলাল ও গাজী জাকির হোসেন স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান।

আবুল কাশেম দুলাল স্মৃতিপদক প্রদান করা হয় নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরীকে এবং গাজী জাকির হোসেন স্মৃতিপদক প্রদান করা হয় নাট্যজন রওশন জান্নাত রুশনীকে। শিল্পীদের উত্তরীয়, স্মারক ও সম্মাননার অর্থ তুলে দেন প্রধান অতিথি।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের নাটক ‘টেলিফোন ম্যাজিক’। নাটকটি রচনা করেছেন মাসুম আজিজ ও নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান। এছাড়াও ঢাকা পদাতিক প্রযোজিত বিভিন্ন নাটকের গান পরিবেশন করেন দলের শিল্পীরা।

উল্লেখ্য, ইতোপূর্বে আবুল কাশেম দুলাল স্মৃতিপদক পেয়েছেন- ফেরদৌসী মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, এস এম সোলায়মান, সৈয়দ জামিল আহমেদ, গাজীউল হক, মামুনুর রশীদ, ফয়েজ আহমেদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ দুলাল, আহমেদ ইকবাল হায়দার, ম. হামিদ এবং গাজী জাকির হোসেন স্মৃতিপদক পেয়েছেন- ঝুনা চৌধুরী, মো. আক্তারুজ্জামান, আহম্মেদ গিয়াস ও আসমা আক্তার লিজা।