ঢাকার ঈদ মিছিলে মোগল ঐতিহ্য
প্রথম মোগল সম্রাট বাবর এবং তার ছেলে হুমায়ুন সেভাবে ঈদ উদযাপন করতে না পারলেও সম্রাট আকবরের থেকে ঈদ উৎসব হিসেবে পালনটা একটা রেওয়াজে দাঁড়িয়ে যায়৷ সেই ধারাবাহিকতা মোগল সাম্রাজ্যের শেষদিন পর্যন্ত আমরা দেখতে পাই।মোগলদের সময় ঈদ উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল৷ রাজধানীতে ঈদের দিন মোগল সম্রাটরা নামাজ পড়তে যেতেন মিছিল করে। মোগলাই জৌলুস প্রকাশিত হতো সেই ঈদ মিছিলে। সেই ধারাবাহিকতায় বলা যেতে...
সর্বাধিক ক্লিক