অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল কারাগারে
ভয়ভীতি দেখিয়ে নয় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল উজ্জ্বল মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও ) শাহ আলম এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হুসাইন। এরপরে আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু, আইনজীবী আজ জামিন আবেদন করলেও আগামীকাল শুনানি করতে চান। পরবর্তীতে বিচারক জামিন শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন।’
জিআরও আরও বলেন, ‘গত ২৪ নভেম্বর কনস্টেবল উজ্জ্বল মিয়াকে দুদিনের রিমান্ডের আদেশ দেন।’
জানা গেছে, গত ৬ নভেম্বর কালার ভিশন নামে এক প্রতিষ্ঠানের ম্যানেজার শাহ আলম মামলার বাদী রাসেলকে ৯ লাখ টাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংক মতিঝিল শাখার অ্যাকাউন্টে জমা দিতে দেন। তিনি সকাল ১০টার দিকে টাকা নিয়ে মতিঝিল থানার জনতা ব্যাংকের পাশে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা একজন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রাসেলের পরিচয় জানতে চান। পরে ব্যাগ চেক করেন এবং টাকা দেখে বলেন, সে (বাদী) অবৈধ ব্যবসা করে টাকা উপার্জন করেছে।
এরপর রাসেলের নামে মামলা আছে জানিয়ে ভয়ভীতি-হুমকি দিতে থাকেন। একপর্যায়ে আরেকজন এসে ফের ভয়ভীতি দেখান।
এতে রাসেল ভয় পেয়ে মোটরসাইকেলে ওঠেন। পরে তাকে হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ ঢালে নামিয়ে দেওয়া হয়।
এর আগে পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি নয় লাখ টাকা নিয়ে নেন।
এ ঘটনার পর রাসেল ওই দুই ব্যক্তিকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। ২৩ নভেম্বর সকাল ১১টার দিকে মতিঝিল সিটিজেন ব্যাংকের প্রধান শাখার সামনে ওই দুই ব্যক্তিকে দেখতে পান রাসেল। এ সময় উপস্থিত লোকজনের সহায়তা নিয়ে তাদের আটকানোর চেষ্টা করেন। পরে উজ্জ্বল মিয়াকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যান।
এ ঘটনায় রাসেল আহমেদ মতিঝিল থানায় মামলা করেন।