আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু
স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার থেকে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি চলবে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও নিম্ন আয়ের মানুষের হাতে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে টিসিবি ট্রাক সেল শুরু করেছে।
টিসিবির যুগ্ম পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, করোনাকালীন নিম্ন আয়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই থেকে পাঁচ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
তিনি ডিলারদেরকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।
প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৪০০ থেকে ৮০০ কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১০০০ কেজি এবং সয়াবিন তেল ৫০০ থেকে ১০০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে।