আমরা বিভেদমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছি : প্রধান বিচারপতি
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমরা সবাই দিনশেষে বাঙালি। আমরা সবাই মানুষ। আমরা বিভেদমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছি।
আজ সোমবার (৬ মার্চ) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে জিল্লুর রহমান অডিটোরিয়ামে শুভ বিজয়া, শুভ বৌদ্ধ পূর্ণিমা, শুভ বড় দিন পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা আইনের প্রতিটি অক্ষর পরিপূর্ণভাবে পালন করি। গত শতকের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের থেকে আমরা অনুভব করতে পারি, আবহমান বাংলার বুলির গুননে আমাদের গেঁথে রেখেছে বুকে সেই ভালোবাসার আগুন। আন্দোলনে আমরা পাশাপাশি রাজপথে হেঁটেছি। পেয়েছি রক্ত ঝরা একুশ। উত্তাল সেই সময়ে ধর্ম কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। আমরা আমাদের সবচেয়ে গৌরবদীপ্ত অহঙ্কার আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আমাদের দেশে ধর্মবোধ নানা পার্থক্য থাকতেই পারে। আমরা সবাই দিনশেষে বাঙালি। আমরা সবাই মানুষ।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা কেউ দুর্নীতিবাজ, মাদকব্যবসায়ী এবং মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের পাশে দাঁড়াব না। আমরা তাদের ঘৃণা করব।’ তিনি বলেন, ‘পৃথিবীর জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস ভিন্নভিন্ন হলেও মানুষ হিসেবে সবার মানবতার উদারতা একসঙ্গে বাঁচতে চায়।’
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উগ্র মতবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই উপমহাদেশে এর বিস্তার আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবার আগে আমরা মানুষ। আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি—এই বোধ জাগ্রত না হলে ধর্মীয় অসহিষ্ণুতা থেকে যাবে। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। এই দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা বিভেদমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছি।’
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া, মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল গোলাম রব্বানী, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মারশফিকুল ইসলাম প্রমুখ।