মামলা জট কমাতে কাজ করছে বিচার বিভাগ : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সারা দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে কাজ করছে বিচার বিভাগ। স্বল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা আর হবে না।
মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আজ সোমবার (২৬ জুন) দুপুরে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আজ দুপুরে মানিকগঞ্জে পৌঁছে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। আদালত প্রাঙ্গণে করেন বৃক্ষরোপণ। এরপর বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি বলেন, করোনার কারণে সারা দেশে মামলার জট বেড়েছিল। তবে ধীরে ধীরে এই জট কমে আসছে।
প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের গতি বাড়াতে নিয়োগ দেওয়া হচ্ছে নতুন বিচারক। সবাই আন্তরিকতা দিয়ে কাজ করলে বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা আর হবে না। বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য সারা দেশে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। এর জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
পরে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ