আশুগঞ্জে ভর্তুকি মূল্যে চলছে টিসিবির পণ্য বিক্রি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/18/b.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিসিবি ভর্তুকি মূল্যে দরিদ্রদের মধ্যে তেল, ডাল ও চিনি বিক্রি করেছে। আজ রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত টিসিবির এসব পণ্য বিক্রি করা হয়।
টিসিবির ডিলার মেসার্স অ্যাডভোকেট খোকন এন্টারপ্রাইজ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে রোববার দুপুর ১২টা থেকে একটানা বিকেল ৩টা পর্যন্ত ৫৫৩ জন দরিদ্রকে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন, ৬০ টাকায় কেজি মসুর ডাল এবং ৬৫ টাকায় এক কেজি চিনি বিক্রি করেছে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ভর্তুকি মূল্যে কার্ডের মাধ্যমে ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন, ৬০ টাকা দরে এক কেজি মসুর ডাল এবং ৬৫ টাকা কেজি দরে এক কেজি চিনি বিক্রির কার্যক্রম সদর ইউনিয়নে চলমান। সরকারের নির্দেশে টিসিবির এসব পণ্য বিক্রি অব্যাহত থাকবে।’