আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ: চার আসামি ফের রিমান্ডে
ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মনোয়ার নামের আরও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গ্রেপ্তার বাসচালক সুমন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া অপর চার আসামিকে ফের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের মো. আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনা এলাকার সাজু (২০), বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার সুমন (২৪) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের সাইফুল ইসলাম (৪০)।
প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালতে আসামিদের নেওয়া হয়। আজ এ ঘটনায় অভিযুক্ত আসামি মনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অপর চার আসামিকে আরও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফি জানান, মামলার অগ্রগতি সন্তোষজনক। রিমান্ডে থাকা আসামিদের দেওয়া তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এর আগে তারা কোথায় কী করেছেন সেসব বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৮ মে শুক্রবার রাতে মানিকগঞ্জে বোনের বাসা থেকে নারায়ণগঞ্জে ফেরার পথে আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন সহযোগীসহ আটক করে বাসের চালক ও হেলপারকে।
এ ঘটনায় প্রথম দফায় পাঁচ দিনের পুলিশ হেফাজতে চেয়ে তাদের আদালতে পাঠানো হলে আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃতরা সবাই আবদুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কের পরিবহন শ্রমিক বলে জানায় পুলিশ।