ইউপি সদস্যকে ঘরে ঢুকে গুলি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ ইউনিয়ন পরিষদের সদস্য চাইনা ছাহ্লা মারমা (৩৪) মারা গেছেন। গতকাল সোমবার রাতে চট্টগ্রামে নেওয়ার পথে সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় ঘরের মধ্যে ঢুকে ওই ইউপি সদস্যকে গুলি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে ঊরুতে গুলিবিদ্ধ হন ইউপি মেম্বার চাইনা ছাহ্লা মারমা (৩৪)। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গুলিবিদ্ধ আহত অবস্থায় ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কুহালং ইউনিয়ন চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, 'সন্ধ্যার কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে ইউপি সদস্য চাইনা ছাহ্লাকে গুলি করে সন্ত্রাসীরা। পায়ের ওপরের অংশে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেম্বারের মৃত্যু হয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা কারা, জানতে পারিনি।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, গুলিবিদ্ধ ইউপি সদস্যকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।