ছাত্র সমন্বয়কের ওপর হামলা, দোকানের মালামাল লুটের অভিযোগ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছাত্র সমন্বয়ক জাকারিয়া হোসেনের (৩০) উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ‘জাকারিয়া টেলিকম’ নামে পাইকারি ও খুচরা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বৃহস্পতিবার রাতে সমন্বয়ক জাকারিয়া একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযুক্তরা হলেন কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের আলমগীর হোসেন ও আব্দুল আলীম, একই গ্রামের আশরাফুল ইসলাম। এ ছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সমন্বয়ক জাকারিয়া হোসেন সদর উপজেলার কড্ডার মোড়ে তাঁর মামা মইনুল ইসলামের সঙ্গে যৌথভাবে ‘জাকারিয়া টেলিকম’ নামে পাইকারি ও খুচরা মোবাইল ফোন ও ফোনের সরঞ্জমাদির দোকান পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাকারিয়া হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করায় অভিযুক্তরা তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা লোহার রড, হকিস্টিক, কাঠের বাঠাম নিয়ে ‘জাকারিয়া টেলিকম’ উপস্থিত হয়ে হামলা চালায়। এতে সমন্বয়ক জাকারিয়া ও তাঁর মামা মইনুল ইসলাম আহত হন। হামলায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা ও ১৫টি বিভিন্ন দামের মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় জাকারিয়া ও তাঁর মামার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।