ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশব্যাপী দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর এবং বাগেরহাট জেলার তিন হাজার গরিব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৯ এপ্রিল) শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়া এই খাদ্যসামগ্রী বিতরণ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে–বৃহস্পতিবার বরিশাল শহরের আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে শেখ হাসিনা সেনানিবাস এর পক্ষ হতে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বরগুনার আমতলী, বাগেরহাটের কচুয়া, ঝালকাঠির রাজাপুর এবং পিরোজপুর জেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।