কাশ্মীরে গিরিখাতে পড়ে তিন ভারতীয় সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি ট্রাক গিরিখাতে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার ( ৪ জানুয়ারি) দুপুরে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খারাপ আবহাওয়ায় সামনে কিছু দেখা না যাওয়ায় গিরিখাতে পড়ে যায়। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কাশ্মীরি হাসপাতালে পাঠানো হয়। তৎক্ষণাত সাহায্য করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় তিনজন সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, গত মাসে জম্মু ও কাশ্মীরে একই ধরনের একটি ট্রাক দুর্ঘটনায় পাঁচ সেনা সদস্য নিহত হয়।