ঈদ উপহার পেলেন গোপালগঞ্জের সাড়ে ৬ হাজার মানুষ
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশে তিন উপজেলায় সাড়ে ৬ হাজার ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার সাড়ে ৪ হাজার গরিব মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে তুলে দেন অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২ হাজার গরিব মানুষের মাঝে এসব ঈদ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাবির মিয়া, আওয়ামী লীগ নেতা মুত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান প্রমুখ।
পরে দুপুর দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আড়াই হাজার গরিব মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এসময় কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, সরকারি কৌঁসুলি (জিপি) সরদার দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামান খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপরে কাশিয়ানী উপজেলার ২ হাজার গরিব মানুষের হাতে ঈদ পোশাক তুলে দেন অগ্রণী ব্যাংকের এই পরিচালক।