উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব বলছে, নিহত জাহাঙ্গীর একজন মাদক কারবারি ছিলেন। তিনি জালিয়াপালং ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ দাবি করেন, ‘বুধবার রাতে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বায়তুশ শরফ এলাকায় মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হন।
র্যাবের এই কর্মকর্তা আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।