উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে বৃদ্ধ নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া তাইফুর নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
আজ শনিবার (১ এপ্রিল) ভোররাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ৮ নম্বর ক্যাম্পের পচাবাজার এলাকার বাসিন্দা। আহত তাইফুর ৫ নম্বর ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’