এএসপির বাড়ি থেকে চুরি গেল ৩ গরু
আনোয়ার হোসেন শামীম। পেশায় সহকারী পুলিশ সুপার (এএসপি)। তাঁর গ্রামের বাড়িতেই ঘটে গেল চুরির ঘটনা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তাঁর বাড়ির গোয়ালঘর থেকে চুরি হয়ে যায় তিনটি গরু। পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচনসহ চোরাই গরু উদ্ধারের দাবি স্থানীয়দের।
পরিবারের দাবি, উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে গোয়ালঘরের কাঠের গ্রিল কেটে তিনটি গরু চুরি হয়েছে। এই তিনটি গুরুর আনুমানিক মূল্য এখন দেড় লাখ টাকা।
জানা গেছে, চট্টগ্রামের এএসপি (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের পৈতৃক বাড়ি খাগড়াছড়ি জেলাধীন সিংহপাড়া গ্রামে। বাড়িতে এএসপির বাবা-মা ছাড়াও পরিবারের আরও বেশ কজন সদস্য থাকে।
এএসপি আনোয়ার হোসেন শামীমের বাবা আব্দুল মান্নান স্থানীয় নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তাইন্দং উচ্চ বিদ্যালয় ও তাইন্দং মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি। এ ছাড়া স্থানীয় সিংহপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির একটানা ২৪ বছরের সভাপতি।
স্থানীয় তবলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আহম্মেদ কামাল বলেন, ‘শুধু একজন এএসপির পিতা হিসেবেই নয়, একজন পরোপকারী ও ভালো মানুষ হিসেবে মান্নান আংকেল পুরো খাগড়াছড়ি জেলায় এক নামে পরিচিত। তাঁর বাড়িতে চুরির ঘটনা ন্যাক্কারজনক। আমি তীব্র নিন্দা জানাই।’
আহম্মেদ কামাল আরও বলেন, ‘একজন এএসপির বাড়িতে চুরি করে চোর যদি পার পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সুতরাং, চোর চক্রসহ ইন্দনদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
এ ঘটনায় মামলা করেছেন কি না জানতে চাইলে এএসপির বাবা আব্দুল মান্নান বলেন, ‘আমি আল্লাহর ওপর এর ভার ছেড়ে দিয়েছি। তাই মামলা করব না। আমার ছেলে একজন পুলিশ সদস্য। তাই পুলিশ বাহিনীর কাছে আমার অনুরোধ, অন্তত চোর চক্রটিকে যেন শনাক্ত করা হয়। আমার গরু চুরি হয়েছে, হয়েছে। আল্লাহ দিয়ে এবং নিয়ে, দুভাবেই পরীক্ষা করেন। আমি চাই এভাবে আর কাউকে যেন ক্ষতিগ্রস্ত না হতে হয়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম কোনো মন্তব্য করতে রাজি হননি।