এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে মাস্ক ও গাছের চারা বিতরণ
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সঙ্গী করে ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী পালিত হয়েছে নানা কার্যক্রম। সামাজিক দূরত্ব মেনে গাছের চারা, মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : এনটিভির ১৮ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। আজ সকালে নগরীর কাজীর দেউড়ি এলাকায় মাস্ক ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জনসহ সরকারি কর্মকর্তারা। পরে নগরীর লাভ লেইনে এনটিভির স্থায়ী কার্যালয় চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এনটিভিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এর আগে জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, এনটিভির স্পেশাল করেসপন্ডেট শামসুল হক হায়দরী সাধারণ মানুষের মধ্যে মাস্ক, টি-শার্ট ও গাছের চারা তুলে দেন।
এ সময় করোনাবিধি প্রতিপালনে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। পরে এনটিভি কার্যালয়ে কেক কেটে দিনটি পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিজিএমইএর সহসভাপতি মো. নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, জিপিএইচ গ্রুপের উপদেষ্টা অভিক ওসমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীন তোতা, যুগ্ম সম্পাদক মাসুদুল হক। এ সময় এনটিভির স্পেশাল করেসপন্ডেট শামসুল হক হায়দরী ও স্টাফ রিপোর্টার আরিচ আহমেদ শাহ অতিথিদের স্বাগত জানান।
জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ডিএফও মোজাম্মেল হক শাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাসসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এনটিভির ১৯ বছরে পদার্পণে তাঁরা অভিনন্দন জানান।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : ‘মানবতার কল্যাণে আমরা’ এই স্লোগানে ডুমুরিয়ার ২৫ জন আলেম-ওলেমা নিয়ে প্রতিষ্ঠিত তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ। করোনাকালে তারা গত বছর থেকে করোনা রোগী মৃত্যুবরণকারীদের লাশ গ্রহণ, গোসল, দাফন কাজ সম্পন্ন করছেন। খুলনা বিভাগের সব জেলায় তারা এই লাশ দাফনের কাজ করছেন। এরই মধ্যে তারা খুলনা বিভাগ জুড়ে ৭৮ জন করোনা রোগীর গোসল ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বাস্থ্যবিধি মেনে এনটিভির খুলনা অফিসের পক্ষ থেকে এই টিমকে আজ দুপুরে পিপি, স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।
এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মুহাম্মদ আবু তৈয়ব এসব সামগ্রী সংগঠনের চেয়ারম্যান হাফেজ ওয়াহেদুজ্জান ও মহাসচিব মুফতি মো. ফয়েজুল করিমের কাছে হস্তান্তর করেন। এই সময় সংগঠনের অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে এনটিভির খুলনা অফিসের পক্ষ থেকে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শ. ম সাজু, রাজশাহী : দেশে করোনার হটস্পট এখন রাজশাহী। অতিমারির এই সময়ে শ্রমজীবী মানুষকে সুরক্ষা দিতে এগিয়ে এসেছে দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সকালে নগরীর মালদা কলোনি এলাকার শ্রমজীবী মানুষের মধ্যে এনটিভির পক্ষে মাস্ক বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এনটিভির মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আর নগরীর কুমারপাড়া এলাকায় এনটিভির পক্ষে মাস্ক বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
একেএম মঈনুল হক, রংপুর : নগরীতে এনটিভির জন্মদিন পালিত হলো মাস্ক ও স্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে। রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রবীণ সাংবাদিক সদরুল আলম দুলু এই কর্মসূচির উদ্বোধন করেন। রংপুরের আরেক প্রবীণ সাংবাদিক আব্দুস শাহেদ মন্টু বিতরণে অংশ নেন।
আজ বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর, স্টেশন রোড, জাহাজ কোম্পানি মোড় ও নগরীর বিভিন্ন এলাকায় এনটিভির জন্মদিন উপলক্ষে পথচারী ও বিভিন্ন পেশার মানুষজনের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানটাইজার বিতরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।
এ সময় রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, অধ্যক্ষ জাকির হোসেন, এনটিভির সিনিয়র রিপোর্টার একেএম মঈনুল হক, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ জনিসহ গণমাধ্যমকর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মারুফ আহমেদ, সিলেট : এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে সিলেটে লকডাউনে কর্তব্যরতদের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও আইন মেনে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেল ৩টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ব্যুারো প্রধান ইকরামুল কবীর, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের পিআরও আবদুল আলিম শাহ ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
এর আগে এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ, স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও ক্যামেরাপার্সন রুহিন আহমেদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।
প্রতি বছর এনটিভি সিলেট অফিস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে। এ বছর লকডাউন থাকায় আনুষ্ঠানিক কোনো আয়োজন করতে পারেনি। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সুরক্ষাসামগ্রী বিতরণের জন্য প্রদান করে এনটিভি সিলেট অফিস। পরে এগুলো মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সুরক্ষাসামগ্রী বিতরণ শেষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ বলেন, এনটিভি পরিবারকে জানাই শুভেচ্ছাসিক্ত অভিনন্দন। দীর্ঘ পথচলায় এনটিভি শ্রোতা-দর্শকদের মধ্যে স্বতন্ত্র একটা ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছে।
আকতার ফারুক শাহিন, বরিশাল : এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এনটিভির বরিশাল অফিসের উদ্যোগে আজ দুপুরে নগরীর বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বরিশালে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসচেনতা সৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে প্রচারণা চালানো হয়। এসময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এনটিভির সিনিয়র প্রতিবেদক আকতার ফারুক শাহিন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, বরিশাল নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক খান রফিক, বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতা সুমন চৌধুরী, বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের বিভাগীয় সভাপতি সাইদুর রহমান পান্থ প্রমুখ।
আইয়ুব আলী, ময়মনসিংহ : এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের চড়পাড়া এলাকায় আজ দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এনটিভির ময়মনসিংহের স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, সাংবাদিক আতাউর রহমান জুয়েল, দৈনিক মাটি ও মানুষের বার্তা সম্পাদক বিল্লাল হোসেন প্রান্ত, সাংবাদিক নাজমুস সাকিবসহ অন্য সাংবাদিক নেতারা।
সঞ্জিব দাস, ফরিদপুর : সামাজিক দূরত্ব মেনে ফরিদপুর শহরের বিভিন্ন সরকারি অফিসের সামনে গাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া বৃক্ষপ্রেমী শিক্ষক নরুল ইসলামের কাছে গাছের চারা হস্তান্তর করা হয়। পরে শহরের প্রেসক্লাবের সামনে, জনতা ব্যাংক মোড় ও সিভিল সার্জন কার্যলয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের আয়োজনে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, মানবতার কবি আলীম আল রাজী আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মো. নাদিম, সাংবাদিক মনিরুল ইসলাম টিটু, জাকির হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রুবেল ইসলাম প্রমুখ।
এম মুনীর চৌধুরী, নড়াইল : নড়াইলের রাসেল সেতুর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় তিন শতাধিক কৃষক-কৃষাণী ছাড়াও স্কুল কলেজের ছেলে-মেয়েদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা এবং করোনা প্রতিরোধক সামগ্রী বিতারণ করা হয়। নড়াইল জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরী সবার মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা কামালসহ অগ্রণী মুক্ত স্কাউট সদস্যরা।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মাগুরা প্রেসক্লাবের সামনে আজ বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের এনটিভির মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান সরাফত হোসেনসহ অন্যান্য সংবাদ কর্মীরা।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : আজ দুপুরে চাঁপাইনবাগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট ও কাঁচা বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ করে জেলার এনটিভি দর্শক ফোরাম। এনটিভির চাঁপাইনবাবগঞ্জ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের আয়োজনে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : শহরের কান্দিরপাড় পুবালী চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এক হাজার পিস মাস্ক বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এনটিভির পক্ষে এসব মাস্ক বিতরণ করেন কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও এনটিভির শুভানুধ্যায়ীরা।
হালিম খান, নাটোর : এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে নাটোরে পাঁচ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট হালিম খানের নেতৃত্বে দুপুরে শহরের কানাইখালী এলাকার ইউনাইটেড প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে ছায়াবানী মোড় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়। এ সময় ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
মিজানুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহে দিবসটি উপলক্ষে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা শহরের মরমী কবি পাগলা কানাইয়ের তোড়নের সামনের রাস্তায় এসব বিতরণ করা হয়।
এনটিভি পরিবারের পক্ষ থেকে স্টাফ করেসপন্ডেন্ট ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান উপস্থিত সবার হাতে গাছের চারা ও মাক্স তুলে দেন।
এ সময় জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, নির্বাহী পরিষদের সদস্য আজিজুর রহমান সালাম, সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, আজিবর রহমানসহ টেলিভিশন ও জাতীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬ প্রজাতির দেড় শতাধিক গাছের চারা ও পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাস্ক ও গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ বেলা ১১টায় শহরের পিটিআই রোডে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ সময় বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, জেলা মহিলা লীগের সভাপতি জেবুননেসা সবুজ, জেলা পরিষদের সদস্য জান্নাতুল মাওয়া রনি, সাংবাদিক নুর আলম দুলাল, জাহিদুজ্জামান, শরিফ বিশ্বাস, জহুরুল ইসলাম, শেখ হাসান বেলাল, শাহিন আলি, তরিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের দিগন্ত প্রত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, সাংবাদিক মাহাতাব উদ্দিন লালন, রিয়াজুল ইসলাম সেতু, মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
পরে শহরের বিভিন্ন পয়েন্টে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করেন অতিথিরা।
হাবিবুর রহমান খান, চাঁদপুর : এনটিভির জন্মদিনে চাঁদপুরে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হাতে মাস্ক তুলে দেন এনটিভির চাঁদপুর প্রতিনিধি হাবিবুর রহমান খান। সংবাদ পরিবেশন করবে এবং গণমানুষের চাহিদা পূরণ করবে। সঠিক সংবাদটি সবার আগে প্রকাশ করবে। পরে এনটিভির পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় পুলিশবক্স প্রাঙ্গণে মাস্ক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশী ইকবাল আহমদ, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, মৌলভীবাজার সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, নজরুল ইসলাম মুহিব, বিকুল চক্রবর্ত্তী, চৌধুরী ভাস্কর হোম, মু. ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, মুক্তকথা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ মহসীন, মনুবার্তা পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ এস কাঁকন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিমুল হক, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, কোভিড ১৯ দাফন-কাফনে নিয়োজিত টিমের সভাপতি এম মুহিবুর রহমান, সাইফুল ইসলাম সরকার জুনেদ প্রমুখ।
পরে শহরের পশ্চিমবাজার, পাতাকুঁড়ি, শমসেরনগর রোড, চৌমহনা এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনের চালক ও দিনমজুরদের মধ্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : গাছের চারা ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো এনটিভির ১৮ বছর পূর্তি। দিবসটি উপলক্ষে নিম্ন আয়ের নারীদের মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আজ সকালে শহরের আমতলা মোড়ে বেসরকারি সংস্থা স্বদেশ কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে সমবেত হন নারীরা। এ সময় বিপুল সংখ্যক চারা ও জোড়া মাস্ক তুলে দেন দৈনিক কালের চিত্র সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
চারা বিতরণ অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির সদস্যসচিব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত ও এনটিভির প্রতিনিধি সুভাষ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি বজায় রেখে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন নিজ কার্যালয় প্রাঙ্গণে জলপাই গাছের চারা লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এরপর সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক একে মহিম, সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহবুবল হক শাহিন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এআর জুয়েল। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন থিয়েটার সুনামগঞ্জের সহদলনেতা দ্বীপান্বিতা দে হিয়া, তাজকিরা হক তাজিন, শিক্ষার্থী মো. সোহানূর রহমান সোহান, মাজহারুল ইসলাম শিপন, মাজহারুল ইসলাম সোহাগ, আমিনুল নাঈম জিৎ দে প্রমুখ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে বলেন, ‘এনটিভির ১৮ বছরই ছিল প্রান্তিক মানুষের দুঃখ দুর্দশার কথা নিয়ে। এভাবেই এনটিভি প্রান্তিক মানুষের মন জয় করে নিয়েছে। একজন সাংবাদিক হিসেবে দেখেছি এনটিভি পেশাদারিত্বের সঙ্গে সব সময় কাজ করে। তারা বস্তুনিষ্ট সংবাদকে গুরুত্ব দেয়। আর এনটিভির সব থেকে ভালো লাগার বিষয় হলো কর্তৃপক্ষ তাদের প্রতিনিধিদের কাজ শিখায় এবং তাদের আর্থিকভাবে ভালো অবস্থানে রাখতে চেষ্টা করে। এনটিভির উত্তরোত্তর সফলতা কামনা করি।’
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে সামনে রেখে এনটিভি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সেই প্রথম থেকেই মুক্তিযুদ্ধের পক্ষ থেকে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে দেশের তথা বিশ্বের খেলাধুলার সংবাদও গুরুত্বের সঙ্গে প্রচার করছে। এনটিভি তাদের এই ধারা অব্যাহত রাখবে এবং আরও ভালো ভালো খবর প্রচার করবে।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এনটিভির সাফল্যের সঙ্গে ১৮ বছর পূর্ণ করায় এনটিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘করোনা মহামারি থেকে শুরু করে হাওরের ধানকাটা, বাঁধ নির্মাণ, হাওর এলাকার মানুষের জীবনসংগ্রাম এবং জীব-বৈচিত্র্য রক্ষায় এনটিভি পেশাদারিত্বের সঙ্গে সংবাদ প্রচার করছে। যা এই এলাকার জন্য খুই গুরুত্বপূর্ণ। এই টিভি প্রতিষ্ঠার পর থেকেই সংবাদ এবং নাটকের গুণগত মান ঠিক রেখে সামনে এগিয়ে যাচ্ছে, যা খুবই প্রশংসার দাবি রাখে। এনটিভি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে এবং আরও ভালো কিছু উপহার দিবে এই প্রত্যাশা রাখি।’
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : মাস্ক বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকালে মাস্ক বিতরণ অনুষ্ঠানের আগে জেলা পুলিশের পক্ষ থেকে সিনিয়র করেসপন্ডেন্ট নাফিজ আশরাফের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ।
বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্পন্ন প্রোগ্রাম ও ঝকঝকে স্ক্রিনের প্রশংসা করে আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
আবু হোসাইন সুমন, মোংলা : এনটিভির বর্ষপূর্তিতে মোংলায় মাস্ক ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে পৌর শহরের কমিশনার সফিউল্লাহ সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার ৫০০ মানুষের মধ্যে এনটিভির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে দুইটি করে আম ও কাঠাল গাছ রোপণের জন্য দেওয়া হয়েছে মোংলা সরকারি কলেজ, পৌর বন্দর কবরস্থান, নেছারিয়া খানকা শরিফ ও সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, কাইনমারী জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।
মাস্ক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, পৌর কোস্টগার্ড কন্টিনজেন্টের চিফ পেটি অফিসার আবদুল বারী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সহসভাপতি জসিম উদ্দিন ও সাবেক সহসভাপতি নিজাম উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মীরা।
কাজী রাশেদ, চান্দিনা : এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার সংগঠন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিমের আহ্বায়ক মো. লিটন সরকার উপস্থিত থেকে মহাসড়কে চলাচলকারী পথচারীদের মধ্যে এনটিভির সৌজন্যে মাস্ক বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. আব্দুল বাতেন, বাংলাভিশন প্রতিনিধি আবুল খায়ের আশিক, সাংবাদিক আলিফ মাহমুদ কাউছার, শাহজাহান সাজু, আকিবুল ইসলাম হারেছ, ইয়াছিন আরাফাত, এম এ সোহেল রানা প্রমুখ।
এ সময় চান্দিনায় কর্মরত সাংবাদিকেরা মাস্ক বিতরণে সহায়তা করেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সড়ক-মহাসড়কে চলাচল করা সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। এরপর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে এনটিভির পক্ষ থেকে মাস্ক পরানা হয়।
পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত রোগী এবং আক্রান্ত সংবাদকর্মীর মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমী ফলমূল উপহার তুলে দেন এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু।
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর : জেলার নড়িয়া উপজেলায় বিভিন্ন সড়ক ও বাজারে জরুরি প্রয়োজনে বাইনে আসা মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পরে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে স্বাস্থ্যবিথি মেনে নড়িয়ার ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয় সড়কে ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এনটিভির ১৮ বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভি আয়োজিত জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। তিনি বলেন, এনটিভি দেশের সংবাদ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অনেক বৈচিত্র্য এনেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনটিভি অনেক ধাপ এগিয়ে গেছে। সংবাদের নিরপেক্ষতাসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এনটিভি জনসাধারণের আস্থা অর্জন করতে অনেকটা সক্ষম হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, এনটিভি করোনার সময়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যতিক্রম উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের সতর্কতায় মাস্ক বিতরণ করেছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি করোনার সচেতনতায় সরকারের পাশাপাশি সবাইকে এই কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সম্পাদক সৈয়দ রিয়াজ আহম্মেদ অপু, সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আ. ফ. ম. কাউসার এমরান, সহসভাপতি মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যনির্বাহী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুর রহমান পায়েল, আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, চ্যানেল টোয়েন্টিফোরের চিত্র সাংবাদিক প্রকাশ দাস, এনটিভির চিত্র সাংবাদিক মোহাম্মদ সাইফুল, একুশে টিভির চিত্র সাংবাদিক মো. রাসেল আহমেদ, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান, মৃণ্ময় গুপ রতন। এ ছাড়াও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে শহরের হাসপাতাল রোড, কোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় : লকডাউন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে দুপুরে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র মো. সফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক হাসনুর রশীদ বাবু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রহল্লাদ চন্দ্র বর্মণ, বিশিষ্ট ঠিকাদার রাওজুল করিম কারিম, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় দৈনিক দেশ রূপান্তরের শহীদুল ইসলাম শহীদ, বাংলাভিশনের মোশাররফ হোসেন, আরটিভির হারুন অর রশীদ, মোহনা টিভির জামিল চৌধুরী ডলার, আরটিভি ও ঢাকা পোস্টের রনি মিয়াজী, দীপ্ত টিভি ও ভোরের দর্পণের গোফরান বিপ্লব, ভোরের কাগজের আবু সালেহ রায়হান, ভোরের ডাকের হাসিবুল করিম, এসএ টিভির কামরুজ্জামান টুটুল, সময় টিভির আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কে এম সবুজ, ঝালকাঠি : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার। পরে জনসাধারণের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সংস্কৃতজন মানিক রায়, এনটিভি দর্শক ফোরামের সভাপতি মিজানুর রহমান টিটু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজ ও সাংবাদিক জহিরুল ইসলাম জলিল।
পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এনটিভির সফলতা কামনা করে বলেন, ‘এনটিভি শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের জনকল্যাণমূলক কাজের পাশাপাশি গ্রামের উন্নয়ন চিত্রও এনটিভিতে তুলে ধরার আহ্বান জানান তিনি।
ঝালকাঠি এনটিভি দর্শক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোস্তাফিজ আমিন, ভৈরব : আজ বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। উদ্বোধনকালে তিনি জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করেন।
এনটিভি দর্শক ফোরাম আয়োজিত ওই কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, দৈনিক প্রথম আলোর ভৈরবের নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, দৈনিক যায়যায়দিন ও বাংলাভিশনের ভৈরব প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, কালেরকণ্ঠ ও বৈশাখী টিভির আদিল উদ্দিন আহমেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের আব্দুর রউফ, জিটিভির এম.এ. হালিম, মোহনা টিভির জামাল আহমেদ, দৈনিক ইনকিলাবের এম. আর. রুবেল, হাওর প্রতিদিনের সম্পাদক-প্রকাশক খাইরুল ইসলাম ভূঁইয়া, দৈনিক পূর্বকণ্ঠের মো. মিলাদ হোসেন অপু, দৈনিক স্বাধীন বাংলার জুয়েল আহমেদ, দৈনিক গৃহকোণের সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় প্রতিনিধিরা।
পরে মোস্তাফিজ আমিনের নেতৃত্বে দর্শক ফোরামের কর্মীরা ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএফপিও) ডা. খুরশিদ আলমের হাতে মাস্ক তুলে দেন। তারা নিজেদের দায়িত্ব সেবাগ্রহীতা, পথচারী ও রোগীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
করোনাভাইরাসের এই সংক্রমণকালে এবং সরকারের কঠোর বিধিনিষেধ চলাকালে মাস্কের মতো এমন অতিপ্রয়োজনীয় একটি স্বাস্থ্যসুরক্ষা বস্তু বিনামূল্যে বিতরণ করায় এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অতিথিরা।