২২ বছরে এনটিভি, আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়
সময়ের সাথে আগামীর পথে আরও বেশি প্রাণবন্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। দীর্ঘ ২১ বছরের পথপরিক্রমায় দিনদিন বেড়েছে চ্যানেলটির দর্শকপ্রিয়তা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিত্যনতুন অনুষ্ঠানমালায় কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে পার করেছে আরও একটি বছর; ভিন্নমাত্রা পেয়েছে এর সমাজ, রাজনীতি, খেলাধুলা, অর্থনীতি, আন্তর্জাতিক অঙ্গন নির্ভর সংবাদ। শিল্প-সাহিত্য, বিনোদনেও ছিল দর্শকপ্রিয়তা।
২০০৩ সালের ৩ জুলাই শুরু এনটিভির আনুষ্ঠানিক সম্প্রচার। দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই চ্যানেলটির অন্যতম প্রয়াস। এই প্রয়াসে তৈরি নানা আয়োজন শুরুতেই দর্শকের মন কেড়ে নেয়; বাড়তে থাকে জনপ্রিয়তা।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এনটিভির ভিন্নধর্মী পরিকল্পনা ডিজিটাল দুনিয়ায়ও মাতিয়ে রেখেছে। অগণিত দর্শকের ভালোবাসা কুড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রতিষ্ঠানটি ছুঁয়েছে কোটি মানুষের হৃদয়।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে এনটিভি উপহার দেয় ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এ ছাড়া ঈদ, পূজা, পয়লা বৈশাখসহ বিভিন্ন উৎসব এবং বছরের বিশেষ দিনে সম্প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাণী দিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তাঁদের বাণীতে শুভেচ্ছার পাশাপাশি এনটিভির মূল্যায়ন করেছেন; জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা।
শুভেচ্ছা জানিয়েছেন দেশের বুদ্ধিজীবী, খ্যাতনামা কবি, শিল্পী-সাহিত্যিক, রাজনীতিক, ক্রীড়াব্যক্তিত্ব, বিনোদন অঙ্গনের সারথীসহ অনেকেই। দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
জনপ্রত্যাশা পূরণে এনটিভির সফলতা কামনা করি : রাষ্ট্রপতি
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এনটিভির সাফল্য কামনা করে বলেন, “এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে ‘সময়ের সাথে আগামীর পথে’ প্রতিপাদ্যকে ধারণ করে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমি আশা করি, এনটিভি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে নিরলস প্রয়াস চালাবে। জনপ্রত্যাশা পূরণে এনটিভি সফল হোক—এই কামনা করি।’
এনটিভির সবাইকে আন্তরিক শুভেচ্ছা : প্রধানমন্ত্রী
এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পদার্পণ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী, দর্শক ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
প্রধানমন্ত্রী তার বাণীতে আরও বলেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত ও গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম সঠিক তথ্যের নিরপেক্ষ উৎস হিসেবে কাজ করে এবং মানুষের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনমত সৃষ্টিতেও গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণমাধ্যমের বিকাশে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে এটাই সকলের প্রত্যাশা।’
বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এনটিভি আগামীতেও সবার আস্থা ধরে রাখতে সক্ষম হবে : স্পিকার
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রের চর্চায় এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে গণমাধ্যম কার্যকর হয়ে ওঠে। স্বাধীন গণমাধ্যমের প্রসারের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হয়। শেখ হাসিনা একজন গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী। তিনি গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন।
স্পিকার বলেন, এনটিভি প্রতিষ্ঠার পর থেকেই মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। এনটিভি বরাবরের মতো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে এদেশের সাহিত্য-সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সম্প্রচার কার্যক্রমকে কাজে লাগাবেন বলে আমার প্রত্যাশা।
দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতিতে এনটিভি ভূমিকা রেখে যাবে : তথ্যপ্রতিমন্ত্রী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির সব কর্মকর্তা-কর্মচারী ও দর্শকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘এনটিভি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনার ওপরে দাঁড়িয়ে তার টেলিভিশনের সংবাদ এবং সব অনুষ্ঠান পরিচালনা করবে—এটা আমার প্রত্যাশা থাকবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে এনটিভি তার ভূমিকা রেখে যাব বলে আমি আশা করি। এনটিভিকে অনেক অনেক অভিনন্দন।’
অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, এনটিভি তার ২১ বছরের পথচলায় দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে অত্যন্ত দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আমার কাছে মনে হয়, এটা বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এনটিভির একটি নিজস্ব দর্শক-শ্রোতা তৈরি হয়েছে। এরপর ধর্মীয় অনুষ্ঠান প্রচার করে থাকে এনটিভি। এছাড়া সংগীত জগতে অর্থাৎ বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতেও এনটিভির সামগ্রিক যে পদচারণা, সেক্ষেত্রে এনটিভি বাংলাদেশের দর্শকদের মধ্যে একটি অবস্থান দৃঢ় করে নিয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশে এখন সংকট চলছে—গণতন্ত্র পুনরুদ্ধারের সংকট, জনগণের অধিকারের সংকট। অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার ভূমিকা অক্ষুণ্ন রাখবে বলে প্রত্যাশা করি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি ২১ বছর পার হয়ে ২২ বছরে পদার্পণের জন্য এনটিভিকে, তার কলাকুশলী, ম্যানেজমেন্ট, শিল্পী ও দর্শকদের অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি।’
আনন্দময় সুন্দর দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা : এনটিভির চেয়ারম্যান
২২ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। তিনি বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর, শিল্পী, সাহিত্যিকসহ ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিনে এনটিভি পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আমাদের টেলিভিশন চ্যানেল শুধু টেলিভিশন চ্যানেল না; আমরা মনে করি, দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেটা মাথায় রেখে শুধু অনুষ্ঠান বা সংবাদ নয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এনটিভি জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কারণ, এনটিভি মনে করে, এনটিভি এ দেশের জনগণের টেলিভিশন চ্যানেল, আপনাদের টেলিভিশন।’
বাণীতে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কর্মী ভাইদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী দিনেও আপনাদের সেভাবেই আনন্দ দিতে পারি, খুশি করতে পারি, আপনাদের নিউজ, অনুষ্ঠান দিয়ে আপনাদের সবসময় দেশ ও দেশের বাইরের তথ্যের আপডেট দিতে পারি।’