এবার শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল
সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বাসে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপনসহ নয় দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।
জানা গেছে, প্রতীকী লাশের এই মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। মিছিলটি শাহবাগ চত্বরের কাছাকাছি এলে তাতে বাধা দেয় পুলিশ। এ কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে আর অবস্থান নিতে পারেননি। এ ছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় শিক্ষার্থীরা পরে শাহবাগ এলাকা ত্যাগ করে।
দুপুরের আগে থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। প্রতীকী মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসি থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে থাকলে পুলিশ বাধা দেয় এবং শাহবাগ মোড়ে অবস্থান নিতে নিষেধ করে।
এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ বলেন, ‘সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে সাধারণ মানুষের ভোগান্তি হয়। যানজটের সৃষ্টি হয়। ফলে আমরা তাদের অনুরোধ করি সড়কে অবস্থান না নিতে। পরে মিছিলটি আবারও টিএসসির দিকে চলে যায়।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজন করার ঘোষণা দেন। আর বৈরি আবাহাওয়ার কারণে আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আন্দোলনকারীরা বলেন, সড়কে সহপাঠীদের রক্ত ঝরেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে। যার বেদনা সেই বোঝে। তাদের পরিবারের আর্তনাদকে ধারণ করে এই আন্দোলন। সড়কে নিরাপদভাবে চলাচল করতে চায় শিক্ষার্থীরা।