করিমগঞ্জে ডোবায় ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/17/water.jpg)
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা মমানিকপুর গ্রামের নরাইকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে ওই গ্রামের আপন ভাই আবুল কাশেম ও কামাল মিয়ার মেয়ে আয়শা আক্তার (১০), আশামণি (৯)।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. মমিনুল ইসলাম স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দুপুরের দিকে বাড়ির সামনের একটি ডোবায় গোসল করতে যায় আয়শা ও আশামণিসহ কয়েকজন শিশু। পরে গোসল শেষ অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও আয়শা ও আশামণি ফিরে না আসায় তাদের বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে ওই ডোবা থেকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুস সাকির নূরু শিকদার ও করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।