কর্ণফুলীতে নিখোঁজ সাদ্দামের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া নজরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া নজরুল ইসলাম সাদ্দামের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।
জানা যায়, কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে গত বুধবার তেলের জাহাজে গ্যাস ওয়েল্ডিং করতে গিয়ে জুনায়েদ নামের এক যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় নিখোঁজ ছিলেন সাদ্দাম। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তাঁরা নদীতে ঝাপ দেন। এতে নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজি আবদুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)।
ওসি মিজানুর রহমান বলেন, ‘আজ দুপুরে লাশটি পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করেছে। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম