কালীগঞ্জে ৩৫ বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা
গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বী ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে সাধু মাইকেল অডিটোরিয়ামে তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লি আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া ধর্মপল্লির পালপুরোহিত ফাদার আলবিন গমেজ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, ধর্মপল্লি ন্যায় ও শান্তি কমিটির আহ্বায়ক বাদল বেঞ্জামিন রোজারিও এবং বীর মুক্তিযোদ্ধা সন্তোস লুইস গমেজ।
অনুষ্ঠানে তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রোজলিন কস্তার সঞ্চালনায় স্থানীয় নৃত্য, অভিনয় ও সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূবর্ণজয়ন্তী এবং ওই ৩৫ জন বীর মুক্তিযোদ্ধার নামের ফলক উন্মোচন করা হয়। পরে অডিটোরিয়ামে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা, নবীন-প্রবীন মিলে ৫০টি মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের ফুল ও মেডেল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদল মন্ত্র, তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের অসীম গমেজ, খ্রিস্ট ধর্মাবলম্বী বীর মুত্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আগত খ্রিস্টান ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বিশেষ খ্রিস্ট জাগ অনুষ্ঠিত হয় এবং তাদের আর্থিক সহায়তায় একটি কল্যাণ ফান্ড তৈরি করা হয়, যা স্থানীয় সামাজিক কাজে ব্যয় হবে বলে জানান আয়োজকরা।
এদিকে, উপজেলার আরও চারটি ধর্মপল্লিতে একযোগে মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।