কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে শিক্ষক দিবস।
দিবসটি উদযাপনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে। পরে সেখানকার খোলামঞ্চ ‘অনুভবে অনুক্ষণে’ শিরোণামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, অধ্যক্ষ শরীফ আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা বেগম, শিক্ষকনেতা মো. পিয়ার হোসেন, গোলাম রব্বানী, মাসুদ আলম প্রমুখ।