কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/cox.jpg)
বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পর কক্সবাজারের কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় একটি মাছ ধরার ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছেন। এতে ট্রলারটিতেও আগুন ধরে যায়।
বিস্ফোরণে দগ্ধ জেলেদের তাৎক্ষণিক উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আট জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি এলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ হয়। ট্রলারে তেল থাকায় আগুন দ্রুত ট্রলারে ছড়িয়ে পড়ে। এ সময় ট্রলারে থাকা জেলেরা বিস্ফোরণে আহত হয়ে পানিতে ঝাঁপ দেয়। ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আহত জেলেদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল হাসান জানান, ‘হাসপাতালে আহত ১২ জেলেকে ভর্তির পর চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর দগ্ধ আট জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
আহতদের মধ্যে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলি ফকির ডেইল এলাকার আবুল কালামের ছেলে মো. মিনহাজ (১৭), দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. রাকিব (২০), মো. সাইফুল (৪৮), মো. মামুন (২০)—এই পাঁচ জনের নাম পাওয়া গেছে।
গ্যাসের সিলিণ্ডার বিস্ফোরিত হওয়া মাছ ধরার ট্রলারের মালিক কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের আক্তার কোম্পানি বলে জানা গেছে।