কুমিল্লায় চিকিৎসককে মারধরের ঘটনায় তিন ভাই গ্রেপ্তার
কুমিল্লায় ডা. তানভীর আকবর নামের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হোসেন অয়ন, অনন্ত ও আব্দুল কাদের। তারা তিনজনই সহোদর। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। থানায় মামলার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার রাতে নগরীর শাকতলা এলাকার এম এ হোসাইন নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় মনিপাল এএফসি হাসপাতালে যান। এ সময় ওই রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা ডা. তানভীর আকবরকে মারধর করে। এ ঘটনায় ওইদিন রাতে ওই চিকিৎসক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
পুলিশ গতকাল দুপুরে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি অনন্তকে গ্রেপ্তার করে। পরে রাত ১১টার দিকে ঢাকার মগবাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি হোসেন অয়ন এবং তিন নম্বর আসামি আব্দুল কাদের ওরফে অনিককে গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে আসে।
কুমিল্লার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সোহান সরকার জানান, সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।