কুমিল্লায় মাদক চোরাকারবারি সন্দেহে আটক ১
কুমিল্লায় গাঁজাসহ জহির হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব। জেলা সদরের জোড়কানন ইউনিয়নের লালবাগ থেকে তাঁকে আটক করা হয়। জহির চোরাকারবারি বলে দাবি করেছে র্যাব-১১। আটক জহির লালবাগ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে ১৬ কেজি গাঁজাসহ জহির হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জহির হোসেন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কুমিল্লা র্যাব-১১-এর উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চোরাকারবারি জহির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’