কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইবি শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/15/kussttiyyaa.jpg)
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামনে ট্রাকের ধাক্কায় মো. তাওহীদ তালুকদার (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার (গতিরোধক) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাওহীদ তালুকদার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আহত হন তাওহীদ। এঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে চালকসহ ট্রাকটি আটক এবং বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে গতিরোধক দেওয়ার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনানুর যায়েদ বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধে সড়কের দুই পাশের কয়েক কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়।’