কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুর্ঘটনায় তীব্র যানজট, ৩১ ঘণ্টা পর উদ্ধার তৎপরতা
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়িয়ায় এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডারবাহী ট্যাংকলরি উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কুষ্টিয়া ও ঈশ্বরদী মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল রোববার বিকেল ৩টায় মোংলা বন্দর থেকে সিলিন্ডার ভর্তি ১৭ টন তরল প্রাকৃতিক গ্যাসবাহী লরিটি নাটোরের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। ঘটনার প্রায় ৩১ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি যান চলাচল ।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, গতকাল থেকে প্রায় ৩১ ঘণ্টা ধরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকে অনেক চেষ্টা করেও সড়কের উপর পড়ে থাকা ট্যাংকলরিটি সরানো সম্ভব হয়নি। আজ সোমবার রাত ৯টার দিকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রাইভেট রেকার কোম্পানির ৫০ টনের উন্নত মানের একটি বড় ক্রেন ও কিছু শ্রমিক দূর্ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় আরও কিছু শ্রমিক নিয়ে গ্যাস ভর্তি সিলিন্ডারবাহী ট্যাংকলরিটির উদ্ধারকাজ চলছে। আশা করা যাচ্ছে আজ রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে মহাসড়ক বন্ধ থাকায় বিকল্প রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল করছে। এতে সরু সড়কগুলোতেও ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে।
এদিকে এলপিজি গ্যাসভর্তি লরি সড়কে আছড়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।