কুড়িগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুড়িগ্রামে আলাদাভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির দুটি গ্রুপ। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পোস্ট অফিসপাড়ায় দলীয় কার্যালয়ে মিলাদ শেষে চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সহসভাপতি জহুরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন, শিক্ষাবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি নাছিম পারভেজ তারা, সহসভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আল-আমিন, সিনিয়র যুগ্ম সম্পদক রকিবুল হাসান রকি বকসি, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, ছাত্রদলের নেতা জাকির হোসেন, বিপুল আহমেদ প্রমুখ।
পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
অন্যদিকে, আজ দুপুরে জেলা শহরের দাদামোড়ে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহসাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, পরিবার পরিকল্পনা কল্যাণবিষয়ক সহসম্পাদক হেদায়েত হোসেন এলিচ, সমবায় সম্পাদক মিজানুর রহমান খোকন, যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।