কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে দ্বিতীয় ধাপে এডিপির অর্থায়নে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মো. জাফর আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য অলক সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন চিনু, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, শিউলী বেগম, একরামুল হক বুলবুল, রতন পোদ্দার, প্রশিক্ষক প্রশিক্ষক ফাল্গুনী তরফদার, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
দ্বিতীয় ধাপে ৩০ জন নারী প্রশিক্ষণে অংশ নেন। এ প্রশিক্ষণ ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের প্রশিক্ষণ শেষে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।