কৃষি জমির মাটি ব্যবহার করায় তিন ইটভাটাকে জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/19/munshigonj-brickfild.jpg)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি জমির মাটি কেটে ব্যবহার করার দায়ে তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমির মাটি কেটে ব্যবহার করার অপরাধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়ে তিনি জানান, উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর এলাকায় অবস্থিত তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স আব্দুল্লাহ ব্রিকস, মেসার্স আপেল মাহমুদ ব্রিকস এবং নিউ ফাইভ স্টার ব্রিকস-এর প্রত্যেককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া, সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন এবং ফায়ার সার্ভিসের একটি দল।