খণ্ড খণ্ড মিছিলে যুবমহিলা লীগের সম্মেলনে আসছেন নেতাকর্মীরা
খণ্ড খণ্ড মিছিলে সম্মেলন সফল করতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়েছেন যুবমহিলা লীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনটির বিভিন্ন শাখার ব্যানারে মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতাকর্মীদের। ঢাকা ও ঢাকার বাইরের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত সম্মেলনস্থল।
সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন।
ঢাকা মহানগর উত্তর শাখা থেকে মিছিল নিয়ে এসেছেন ইউনিট সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তিনি বলেন, ‘দীর্ঘ ছয় বছর পর সম্মেলন হচ্ছে। মেয়েদের মধ্যে একটা খুশির আমেজ কাজ করছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই শীতের সকালেও চলে এসেছেন। বড় মিছিল নিয়ে আমরা ঢাকা উত্তর শাখা সম্মেলনে অংশ নিয়েছি।’
২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুবমহিলা লীগ। সে সময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুবমহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিল নেতৃত্বে আসেন।