খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/05/khagrachhari-panchhari-updf-terrorists.jpg)
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বরকলাক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বরকলাক এলাকায় এ ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনী সূত্রে এ খবর জানা গেছে।
সূত্রটি জানায়, আজ ভোর ৬টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বরকলাক এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা আদায় ও নাশকতার জন্য জড়ো হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন পানছড়ি সাব জোনের একটি টহর দল ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলির জবাবে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। সে সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের পানছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক কল্যাণ জ্যোতি চাকমা (২১) নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলিসহ তিনটি মোবাইল ফোনসেট, চাঁদা আদায়ের রশিদ, নগদ ১১ হাজার ২০ টাকাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত কল্যাণ জ্যোতি চাকমা পানছড়ি থানায় ২০১৬ সালের এক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, আহত সন্ত্রাসীকে খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জব্দকৃত অস্ত্র, গুলি এবং নথিপত্রসহ পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকটি মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুল বারী জানান, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপডিএফের সশস্ত্র সদস্যরা চাঁদা আদায় করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।