খুলনায় তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকার স্মরণে আলোচনা সভা
বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম তরিকুল ইসলাম এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার খুলনায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে কেডিঘোষ রোডে বিএনপির কার্ষালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।
পরে মরহুমদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।