চিকিৎসা শেষে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ হোসেন
নিয়মিত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিষয় জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ১৪ ডিসেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসার উদ্দেশ্যে তিনি সিঙ্গাপুরে যান। সেখানে নির্ধারিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ দেশে ফিরেন।

নিজস্ব প্রতিবেদক