খুলনায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ
পুলিশের বাধা ও লাঠিচার্জে পণ্ড হয়েছে খুলনার ডুমুরিয়া ও রূপসা উপজেলায় বিএনপির পদযাত্রা। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রূপসা উপজেলা আইসগাতি ইউনিয়নে পদযাত্রাটি বের হয়। পরে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ বিএনপির।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন। পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেয়াড়া মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ করে। এই সময় রূপসা পুলিশ প্রথমে বাঁশি বাজায় ও পরে লালচার্জ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ধাওয়া দিয়ে বিএনপি নেতাদের খেয়াঘাট পর্যন্ত তাড়া করে বলে জানান অনেকে।
এর আগে বটিয়াঘাটা লিজ খামার এলাকার বিএনপি সংক্ষিপ্ত পদযাত্রা করে। তার আগে ডুমুরিয়া সদর ইউনিয়ন পদযাত্রা বের করে ডুমরিয়া হাই স্কুলের কাছে পৌঁছালে পুলিশের বাধায় সেটিও পণ্ড হয়ে যায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাণি মিয়া জানান, বিএনপি পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাধা দেওয়া হয়।
তবে, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের দাবি, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে।