খুলনায় সাতক্ষীরার ‘সম্রাট’, ‘নবাব’ কিনলেই মিলবে উপহার
খুলনার সিটি করপোরেশনের জোড়াগেট পশুর হাটে এসেছে সাতক্ষীরার ‘সম্রাট’। ওজন ৩৫ মণ। দাম হাঁকানো হয়েছে সাড়ে বারো লাখ। বেশ রাশভারি স্বভাবের। দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। করছেন ভিডিও। শুনছেন দাম। তবে, দাম শুনে চলে যাচ্ছেন। যদিও ১২ লাখে গরুটি কিনলে দেওয়া হবে ইয়ামাহা এফজেড-থ্রি মোটরসাইকেল।
আর মাত্র কয়েক ঘণ্টা। এরপর খুশির ঈদুল আজহা। নামাজের পরপরই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই কোরবানি দেবেন পশু। আর সেজন্য শেষ মুহূর্তে চলছে পশু কেনাবেচা। তবে, করোনায় পার করা দুবছর আগের তুলনায় এবার খুলনায় পশু বিক্রি কম বলে জানান বিক্রেতারা। তবে, ক্রেতা-বিক্রেতারা বলছেন, আজ শনিবার সন্ধ্যার পর থেকেই জোরেশোরে চলছে কেনাবেচা।
পশুর হাট ঘুরে দেখা গেছে, বড় গরুর ক্রেতা কম। যদিও বরাবরই এ হাটে এমনটাই দেখা যায় বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। এ জন্য নানা কৌশলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বড় গরুর মালিকরা।
পশুর হাটে ওঠা ৩৫ মণের সাতক্ষীরা সম্রাটের দাম সাড়ে বার লাখ। এই দামে গরু কিনলে ইয়ামাহা এফজেড-থ্রি মোটরসাইকেল দেওয়া হবে। এই মোটরসাইকেলটির দাম তিন লাখ টাকার বেশি বলে জানান সম্রাটের মালিক আব্দুল আলিম।
একইভাবে মাইকে ‘কালা মানিক’ ও ‘নবাব’ নামের বড় বড় গরু বিক্রির জন্য দেওয়া হচ্ছে আকর্ষণীয় ঘোষণা।
খুলনার জোড়াগেট পশুর হাটে গত বছর রাজস্ব আয় ছিল দুই কোটি ৪৩ লাখ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজস্ব আয় এরই মধ্যে দেড় কোটি পার হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ শনিবার নিজে বাজার মনিটরিং করছেন। তিনি আশা করেন—আজই রাজস্ব আয় আগেকার সব রেকর্ড ছাড়িয়ে যাবে। তিনি বলেন ‘বাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’ যদিও বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘আগের মতো বেচাবিক্রি এখনও শুরু হয়নি।’