গাজীপুরে করোনার টিকা বিক্রির সময় নারীসহ আটক ২
গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাসের টিকা প্রকাশ্যে বিক্রির অভিযোগে তরুণীসহ দুজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে করোনার টিকা, সিরিঞ্জ ও টাকা জব্দ করা হয়েছে।
আজ রোবাবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকার নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পাশের কাপাসিয়া থানাধীন রাণীগঞ্জ এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং শ্রীপুরের মাওনা বাজার এলাকার আনোয়র হোসেনের স্ত্রী সুলতানা পারভীন (২৫)। জাহাঙ্গীর আলম গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকার গার্মেন্টস ঐক্য ফোরাম সংগঠনের কার্যালয়ে বসে প্রকাশ্যে ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বিক্রি করছিলেন জাহাঙ্গীর ও পারভীন। গণটিকা কার্যক্রমে প্রচুর ভিড় থাকায় অনেকে তা এড়াতে তাদের কাছ থেকে টাকার বিনিময়ে টিকা গ্রহণ করেন।
আটক হওয়া ব্যক্তিরা সেখানে প্রায় ২০০ জনকে টিকা দেন। বিকেল পর্যন্ত আরও অর্ধশতাধিক ব্যক্তিকে টিকা দেওয়ার জন্য অগ্রিম টাকা নেন তারা। এ সময় স্থানীয় লোকজন ওই দুজনকে হাতেনাতে আটক করে।
এ ছাড়া একই দিন বিকেল পর্যন্ত টেংরা এলাকায় অপর কয়েক ব্যক্তি টাকার বিনিময়ে টিকা বিক্রি করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
শ্রীপুর থানার ওসি জানান, রাতে খবর পেয়ে পুলিশ রঙ্গিলা বাজারের ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক হওয়া ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করে। তাদের কাছ থেকে সিনোভ্যাক্স টিকার সাতটি শিশি (৩টি অর্ধপূর্ণ ও চারটি খালি), ৪৭টি সিরিঞ্জসহ টিকা বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘জব্দ করা টিকাগুলো হাসপাতাল থেকে চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নই। আটক হওয়া ব্যক্তিরা হাসপাতাল সংশ্লিষ্ট কেউ নন।’