গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তারকৃত পিয়াস চৌধুরী। ছবি : এনটিভি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে পিয়াস চৌধুরী (২০) নামের এক যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানান, গতকাল রাতে পিয়াস চৌধুরী তাঁর রুমের ভেতরে অস্ত্র লুকানোর জন্য পিস্তলের মাপে কাঁচি দিয়ে বইয়ের পাতা কাটছিলেন। এলাকাবাসী রুমের জানালা দিয়ে বিষয়টি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময়ে একটি নোট বইয়ের ভেতর থেকে অস্ত্রটি জব্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামি পিয়াসকে আজ দুপুরে অস্ত্র আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: অপরাধ
০৭ ফেব্রুয়ারি ২০২৩
১৮ জুলাই ২০২২