গোলাপবাগে বিএনপির সমাবেশ, ঢাবিতে সতর্ক অবস্থানে ছাত্রলীগ
রাজধানীর গোলাপবাগ মাঠে আজ শনিবার বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গতকালই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতেই তাদের এই সতর্কতা বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার ভোর থেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীদেরকে শাহবাহ মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড়, দোয়েল চত্বর, শহীদ মিনার, মধুর ক্যান্টিন, ভিসি চত্বর ও টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এছাড়া ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে একটু পর পর মোটরসাইকেল নিয়ে মহড়া এবং খণ্ড খণ্ড মিছিলে স্লোগান দিতেও দেখা যায়।
ঢাবির মধুর ক্যান্টিনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান) বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় যে কোনো ধরনের অপতৎপরতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আজকে ঢাকার সকল ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরাই সতর্ক অবস্থানে আছে। ইতোপূর্বে দেখা গেছে, বিএনপি-জামায়াতের লোকজন কীভাবে অগ্নি-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি সাধন করেছে। এজন্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজ কাক ডাকা ভোর থেকে এখন পর্যন্ত মাঠে আছে এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী মাঠেই থাকবে।’
আজকের কর্মসূচির বিষয়ে ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসে বা বাসায় যায়, তখন বিএনপির বিভিন্ন কর্মসূচির কারণে যাতায়াতের নিরাপত্তার নিশ্চয়তা থাকছে না। বাসগুলোতে আগুন দিয়ে শিক্ষার্থীদের দগ্ধ করার আশঙ্কা তৈরি হচ্ছে। এই আশঙ্কা দূর করাসহ যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান।’