ঘোড়াশাল পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল-মুজাহিদ তুষার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক রনি মোবাইল প্রতীকে পেয়েছে দুই হাজার ১৪ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন হাতপাখা প্রতীকে ৪৬১ ভোট পেয়েছে।
আজ মঙ্গলবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন।
এর আগে আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এবারই পৌরসভায় প্রথম ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঘোড়াশাল পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের ১৮৬টি বুথে ভোটগ্রহণ করা হয়। পৌরসভায় ভোটার রয়েছে ৬২ হাজার ২৪৮ জন। এদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন। নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৫৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নিবার্চনের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, ভ্রাম্যমাণ আদালত, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
রিটানিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।